বুধবার, জানুয়ারী ২২

‘চসিকে দক্ষ জনবলের অভাব রয়েছে’

0

বাংলাদেশ থেকে চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষ জনবলের অভাব রয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন।আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জামালখানে সিনিয়র ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।সাধারণ মানুষকে কষ্ট দিয়ে টেক্স বাড়িয়ে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে সুজন বলেন, করপোরেশনের আয় বাড়াতে হলে টেক্স পদ্ধতি সহজ করতে হবে। টেক্স নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় আছে। তাদের কাছ থেকে টেক্স না বাড়িয়ে, যেসব সংস্থা চট্টগ্রামের সুবিধা বেশি ভোগ করে তাদের ওপর সার্ভিস চার্জ বাড়াতে হবে।নিজ দায়িত্বপালনকালে সিটি করপোরেশনের দুর্নীতিপরায়ন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন সদ্য বিদায়ী প্রশাসক।বেসরকারি কনটেইনার ডিপো বা ইয়ার্ডগুলো চট্টগ্রামের গলার কাঁটা উল্লেখ করে তিনি বলেন, এসব ইয়ার্ডের কারণে নগরের প্রবেশমুখসহ বিমানবন্দর, কাঠগড় সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট হচ্ছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে ‘চোখ-কান খোলা রাখার’ পরামর্শ দিয়েছেন তিনি।দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, করপোরেশনের প্রত্যেকটি বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হবে। দুর্নীতি সারা বাংলাদেশে যেটা আছে, সেটা চট্টগ্রাম সিটি করপোরেশনেও আছে। চট্টগ্রাম সিটি করপোরেশন তো আর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনও দ্বীপ নয়। কিন্তু মেয়র যদি সজাগ থাকেন, চোখ-কান খোলা রাখেন এবং দুর্নীতিবাজ হিসেবে যারা পরিচিতি তাদের যদি আশ্রয়-প্রশ্রয় না দেন তাহলে দুর্নীতি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দুর্নীতি দমন কমিশন যাদের তদন্ত করছে, তাদের সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

Share.