তিনি তার বক্তব্যে বলেন, যে কোনো বিদায়ের বিষয়টা অত্যন্ত কষ্টের তারপরও চাকুরির নিয়মে বিদায় নিতেই হয়। আমি মনেকরি সদ্য বিদায়ী ইউএনও তার শিক্ষক পিতার শ্রেষ্ঠ সন্তান। আমি উনাকে প্রশাসক হিসেবে নয় একজন ভালো মানুষ হিসেবে জানি। চাঁদপুরের মানুষের মনে উনি চিরদিনই বেঁচে থাকবেন। সদ্য বিদায়ী ইউএনও কানিজ ফাতেমা তার বক্তব্যে বলেন, বিদায় শব্দটি আসলেই অনেক কষ্টের ও বেদনার।চাঁদপুরে আমার অনেক স্মৃতি রয়ে গেছে। এরপরও চাকরির নিয়মেই বিদায় নিয়ে যেতে হবে। এছাড়া ও তিনি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের কে তাদের আগামীর জন্য শুভকামনা জানান। তিনি সচিবদের উদ্দেশ্যে করে বলেন, আমার অফিসের যে কোন কাজে সচিবদের সহযোগিতা যখন চেয়েছি তখনই পেয়েছি। যদি কখনো সুযোগ পাই পুরো চাঁদপুরবাসীর জন্যে আমি আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করবো। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপস )’র সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস রোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, বাপসা জেলার সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান, সদর উপজেলা (বাপসা) সভাপতি মিজানুর রহমান, মৈশাদী ইউনিয়নের সচিব আবু বকর মানিক, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটরের পক্ষ থেকে ফয়সাল হোসেন, উদ্যোক্তা প্রতিনিধি আমিনুল ইসলাম, গ্রাম পুলিশের পক্ষে আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও কানিজ ফাতেমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চাঁদপুর সদর উপজেলা ইউএনওকে বাপসা’র পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান
0বাংলাদেশ থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতিমা, পি এএ এর বদলি জনিত কারণে (২৭ ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় সদর উপজেলা কনফারেন্স রুমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা ) জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
Share.