চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে পোস্তগোলা সেতুতে সিএনজি চালকদের অবরোধ

0

বাংলাদেশ থেকে কেরানীগঞ্জ প্রতিনিধি:  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে কেরানীগঞ্জের হাসনাবাদে রাজধানীর চীন-মৈত্রী সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় সিএনজি চালকরা। বৃহস্পতিবার ১৫ জুন সকালে এই অবরোধ করেন তারা। পরে পুলিশের মধ্যস্থতায় চাঁদা বন্ধের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা। জানা যায়, সকাল ১০টায় চীন-মৈত্রী সেতুর মাঝখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় চালকরা। এতে চীন মৈত্রী সেতুতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় ঢাকার মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ আটকে থেকে এসময় যানবাহন থেকে নেমে পায়ে হেটেই অনেকেই সেতু পার হন। এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে পৌছেও স্বাভাবিক করতে পারেনি যান চলাচল। পরে চাঁদাবাজী বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় চালকরা। এদিকে দীর্ঘ দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজি পারাপার বন্ধ থাকে। এ বিষয়ে সিএনজি চালকদের পক্ষে মোঃ মুন্না জানান, চাদাবাজি বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচী দেবেন তারা। এদিকে ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি উর্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

Share.