সোমবার, ডিসেম্বর ২৩

চাঁদে যাওয়ার জন্য আমরা বুকিং দিয়েছি: মতিয়া চৌধুরী

0

ঢাকা অফিস: শিক্ষার্থীদের মাঝে কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশে স্যাটেলাইট উড়িয়েছেন। চাঁদে যাওয়ার জন্য আমরা স্লট চেয়েছি, বুকিং দিয়েছি। মঙ্গলবার (০৭ জানুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মুক্তমঞ্চে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা হয়তো চাঁদে যাব না। কিন্তু ওই চাঁদে তোমরাই যাবে। চাঁদমুখের বাচ্চারাই যাবে। সেদিনের আশায় মন দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী-সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

Share.