চাপের মুখে পদত্যাগ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে চুমু খাওয়ার ঘটনায় চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র দেন তিনি। প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।গেল মাসে তিনি তার দপ্তরে একজন জ্যেষ্ঠ সহযোগিকে চুমু খাচ্ছেন ও আলিঙ্গন করছেন, সান সংবাদপত্র এমন একটি ভিডিও ফাঁস করে দেওয়ার পর শুক্রবার ক্ষমা চেয়েছিলেন হ্যানকক। তিনি যখন এ কাজ করেছেন তখন ব্রিটেনজুড়ে বাড়ির বাইরে কোনো লোকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল। জনগণকে বিধিনিষেধ মানতে বলে নিজেই তা লঙ্ঘন করায় হ্যানককের বিরুদ্ধে ‘নির্লজ্জ ভণ্ডমির’ অভিযোগ উঠে।এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তুলেন।

Share.