চারঘাটে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ

0

বাংলাদেশ থেকে রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার সেল নিক্ষেপ। এই সংঘর্ষের ঘটনায় চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষাড়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া আহত তুষারকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সড়কে বিএনপির কর্মীরা ধানের শীষের পোস্টার লাগাতে থাকে। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পোস্টার লাগাতে বাঁধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারঘাট থানা পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এমন ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Share.