সোমবার, ডিসেম্বর ২৩

চার দিনের টেস্টে ইংল্যান্ডেরও সমর্থন

0

স্পোর্টস ডেস্ক: চার দিনের টেস্টকে বাধ্যতামূলক করতে চায় আইসিসি। অস্ট্রেলিয়ার মতো এই পরিকল্পনায় ইংল্যান্ডেরও ‘সতর্ক’ সমর্থন আছে ইংল্যান্ডের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)মনে করে, চারদিনের টেস্ট খেলোয়াড়দের ওপর থেকে আন্তর্জাতিক সূচির চাপ কমিয়ে আনার সুযোগ তৈরি করবে। আইসিসি এমন পরিকল্পনা করতে চাইছে ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের আওতায়। আইসিসির ক্রিকেট কমিটিও এ বছরেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করবে। আইসিসির এই উদ্যোগে অবশ্য পুরোপুরি সমর্থন আছে অস্ট্রেলিয়ার। সেই দলে যোগ দিলো ক্রিকেটের আরেক শক্তিধর বোর্ড ইসিবি। ‘চার দিনের টেস্টের ধারণাকে অবশ্যই আমরা সমর্থন করি। তবে তা করছি সতর্কতার সঙ্গে’ – বলেছেন ইসিবির এক মুখপাত্র। কিন্তু কেন এই সতর্কতা? মুখপাত্র বলেছেন, ‘আমরা জানি বিষয়টি অনেক খেলোয়াড় ও দর্শকদের কাছে খুবই আবেগময় একটি বিষয়। তারা মনে করেন বিষয়টি টেস্ট ক্রিকেটের ঐতিহ্যকে চ্যালেঞ্জ জানাবে।’ তবে ইসিবি আবার এটিও মনে করে চারদিনের টেস্ট হলে খেলোয়াড় ও দলগুলোরই লাভ। অনেক দিন ধরে ব্যস্ত সূচি ও ক্রিকেটারদের বাড়তি চাপের বিষয় ভাবাচ্ছে সবাইকে। আবার নিকট অতীতের টেস্ট সিরিজের ফলও এমনটি ভাবতে প্রভাবক হিসেবে কাজ করেছে। ২০১৮ সালে ৬০ ভাগ ম্যাচই শেষ হয়েছে চারদিন বা তার চেয়েও কম সময়ে। তাই চার দিনের টেস্ট বাধ্যতামূলক করলে প্রতি বছরে বেঁচে যাবে ৪০ দিন। আবার পাঁচ দিনের টেস্টকে চারদিনের করলে আগের নির্ধারিত প্রতিদিন ৯০ ওভারের খেলা হয়ে যাবে ৯৮ ওভারের। তাতেও অবশ্য পাঁচদিনের টেস্টের হিসেবে বাদ থেকে যাবে ৫৮ ওভার!

Share.