বুধবার, জানুয়ারী ২২

চালের দেশে দাম বৃদ্ধি

0

ঢাকা অফিস: হঠাৎ নওগাঁর খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে ৫০ কেজি ওজনের বস্তা প্রতি ২০০-২৫০ টাকা আর খুচরা বাজারে কেজি প্রতি ৩-৪ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার শহরের পৌর চাল বাজারের চাল ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেন।  তারা জানান, গত ১০-১২ দিন থেকে চালের দর পাইকারি বাজারে উঠানামা করার কারণে খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। গেলো সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বস্তা প্রতি ২০০-২৫০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে কেজি প্রতি তারা ৩-৪ টাকা বেশি দামে চাল বিক্রি করছেন। ব্যবসায়ীরা বলেন, সব ধরনের চালের দর বস্তা প্রতি বেশি হওয়ার কারণে খুচরা বাজারে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে যারা নিয়মিত ক্রেতা তারা চাল কিনতে এসে বিপাকে পরেছেন বলে জানিয়েছেন তারা। চালের দাম বেশি শুনে অনেকে চাল না নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তারা। ক্রেতারা জানান, প্রতি সপ্তাহে বাজার করতে আসেন তারা। তারা অভিযোগ করেন, সপ্তাহের ব্যবধানে চালের দাম ২-৩ টাকা বৃদ্ধি পায়। এতে তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধির কারণে তা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে জানান ক্রেতারা। চালের দাম নিয়ে যদি সমঞ্জস্যতা থাকে তবে তাদের সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ ক্রেতাদের। চালের দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের এমন মন্তব্যের পড়েও উভয়ই এর সহজ সমাধান করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

Share.