ঢাকা অফিস: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি চাল চুরি ও আত্মসাতের ঘটনা ঘটছে। এতে করে আত্মসাৎকারীদের জামানত বাজেয়াপ্ত ও তাদের ডিলারশিপ বাতিলের নির্দেশ দিয়েছে সরকার। রবিবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন। চিঠিতে বলা হয়, চাল আত্মসাতের ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে ওই ডিলারের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলো। চিঠিতে আরো হয়, সম্প্রতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বিশেষ ওএমএস (চাল/আটা), খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল বিভিন্ন ডিলার, ইউনিয়ন পরিষদের সদস্য ও গোডাউনসহ তাদের সঙ্গে জড়িত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা আত্মসাৎ করা হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়সহ সর্বমহলে উদ্বেগের সৃষ্টি করছে।