মঙ্গলবার, ডিসেম্বর ২৪

চা বাগানে একই পরিবারের ৫ জনকে হত্যা

0

ঢাকা অফিস: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে একই পরিবারের পাঁচ জনকে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এ তথ্য নিশ্চিত করেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এদিকে, পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমানও পাঁচ জন খুনের ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

Share.