বুধবার, জানুয়ারী ২২

চা বিরতির পর ক্যান্ডিতে বৃষ্টির হানা

0

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৭ রানে পিঠিয়ে থেকে চা বিরতিতে গেছে বাংলদেশ। ৩৩ ওভার পর ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। ৯৮ বলে ৭৪ রান করে অপরাজিত আছেন তামিম ইকবাল। তার সঙ্গে ক্রিজে রয়েছেন ৮৬ বল খেলে ২৩ রান করা মুমিনুল হক। বিরতি শেষ হলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।রোববার ক্যান্ডিতে দলীয় ২১ ও ব্যক্তিগত ১ রানে ফিরে যান ওপেনার সাইফ হাসান। সুরাঙ্গা লাকমালের বলে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার হাতে ধরা পড়েন তিনি। এরপর আট বল খেলে রানে খাতা না খুলে লাকমলের দ্বিতীয় শিকার হন নাজমুল হোসেন শান্ত।মাত্র ৫৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশক। ম্যাচের দ্বিতীয় অর্ধশতকটি তুলতে সাতটি চার ও দুই ছক্কা মেরেছেন বাম-হাতি এই ওপেনার।বিরতি যাবার আগে ১৬১ বলে ৭৩ রানের জুটি গড়েছেন তামিম-মুমিনুল।এদিন ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ও প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। মাঠ ছাড়ার আগে ১০৭ রানের লিড পায় লঙ্কানরা।

Share.