চিনি বোঝাই ট্রাক উল্টে গাইবান্ধায় চালক নিহত

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় চিনি বোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। রবিবার (২৬ মার্চ) রাত ১২টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গাইবান্ধা-নাকাইহাট সড়কের যোগিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলামিন (২৮)। স্থানীয়রা জানান, রবিবার রাতে চিনি বোঝাই ট্রাকটি সদর উপজেলার যোগিপাড়া নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় এলাকাবাসী এসে ট্রাকের ভেতরে আটকা পড়া ট্রাক ড্রাইভারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনায় চালকের সহকারী মাহাবুব হোসেন (২২) গুরুতর আহত হলে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গাইবান্ধা সদর থানা পুলিশ জানান, রবিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জানতে পেরেছি ট্রাকটি চিনি বোঝাই করে গাজীপুর থেকে গাইবান্ধায় যাচ্ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুর্ঘটনায় নিহত চালক ও আহত চালকের সহকারীর পরিবারে খবর দেওয়া হয়েছে।

Share.