ডেস্ক রিপোর্ট: চীনের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে কংগ্রেসের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ভারতের অঞ্চল রক্ষায় প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ, উল্টো ভারতের জায়গা দখল করেছে চীন। রাহুল গান্ধী বলেন, চীনের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান প্রধানমন্ত্রী। তিনি আমাদের সেনাবাহিনীর আত্মত্যাগকে বিসর্জন দিচ্ছেন। তিনি আমাদের সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ভারতে কাউকে এমনটা করতে দেয়া উচিত হবে না।কংগ্রেস নেতার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, চীনকে ভারতের অঞ্চল কে দিয়েছিল সেটি তার নানা জওহরলাল নেহেরুকে জিজ্ঞাসা করা উচিত রাহুলের।বিজেপির এই মন্ত্রী বলেন, রাহুলের উচিত তার নানা জওহরলাল নেহেরুকে জিজ্ঞাসা করা যে ভারতীয় এলাকা চীনকে দিয়েছে। কে দেশপ্রেমিক আর কে নয়, সেটির উত্তর তিনি পেয়ে যাবেন। জনগণ সবকিছুই জানে।দক্ষতা উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজকুমার সিং বলেছেন, রাহুলের মন্তব্য অসংসদীয় এবং শিশুসুলভ। তিনি বলেন, রাহুল কোনও কিছু বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না। আমি মনে করি তার বক্তব্য অসংসদীয় এবং শিশুসুলভ।
চীনকে ভয় পান মোদি: রাহুল গান্ধী
0
Share.