শুক্রবার, জানুয়ারী ২৪

চীনা গবেষক ও শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

0

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউস থেকে চীনের কিছু শিক্ষার্থী ও গবেষককে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিজিটিএন তথ্য মতে, করোনাভাইরাসের টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য তথ্য চুরি হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন ও ব্রিটিশ সরকার বলেছে, চীনের হ্যাকাররা করোনাভাইরাসের টিকা ও এ সংক্রান্ত বিষয়ের তথ্য জানার চেষ্টা চালাতে পারে। এজন্য মার্কিন প্রশাসন থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।হোয়াইট হাউসের নতুন এ সিদ্ধান্ত ১ জুন থেকে কার্যকর হবে। তবে নির্দিষ্ট করে চীনের কোনো গবেষক কিংবা শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিনা, তা এখনই জানা যাচ্ছে না।

Share.