বুধবার, জানুয়ারী ২২

চীনা নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় ২৬টি ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট: চারটি চীনা এয়ারলাইনস কোম্পানির চীনগামী ২৬টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আগামী ৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এসব ফ্লাইট চলাচলের সম্ভাব্য তারিখ ছিল। এক বিবৃতিতে মার্কিন পরিবহন মন্ত্রণালয় জানায়, সম্প্রতি করোনা মহামারির কারণে চীনে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট বাতিল করা হয়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন ঘোষণা দেওয়া হয়েছে। চীনা ফ্লাইটগুলোর মধ্যে ১৯টি লস অ্যাঞ্জেলস থেকে এবং ৭টি নিউইয়র্ক থেকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। চীনা বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনে নিযুক্ত বেইজিংয়ের মুখপাত্রের মতে, যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘ভিত্তিহীন’। তিনি যুক্তরাষ্ট্রের সরকারকে বিমানের আরোহীদের স্বাস্থ্যগত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আহ্বান জানান।

Share.