ডেস্ক রিপোর্ট: চীনে নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। ‘উহান ভাইরাস’ বা ‘উহান নিউমোনিয়া’ এ ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। এর প্রেক্ষিতে বাংলাদেশের নৌ-বিমান-স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ও স্বাস্থ্য ডেস্কগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চীন থেকে আসা এবং বাংলাদেশ থেকে চীনে ভ্রমণকারী সব যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ এবং গমনের অনুমতি দিতে সংশ্লিষ্টদের অনুরাধ করা হয়েছে। জানা গেছে, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে ছড়িয়ে পড়ে নিউমোনিয়াসদৃশ নতুন ভাইরাস ‘করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। চীনে ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষ নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন; যার মধ্যে গত ডিসেম্বরে একজন এবং গত বৃহস্পতিবার আরও একজন মারা গেছেন। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে সব দেশকেই প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফলে ‘উহান ভাইরাস’ বা ‘উহান নিউমোনিয়া’ নামে পরিচিত এ ভাইরাস নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো উদ্বিগ্ন বাংলাদেশও। গত বুধবার ইমগ্রেশন পুলিশের সুপার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশন ছাড়াও সংশ্লিষ্ট সবক’টি দপ্তরে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা (আইএইচআর ও ইমারজিং ডিজিজ) ডা. মো. নাসির আহম্মেদ খান বলেছেন, এ ভাইরাসের সংক্রমণে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট হতে পারে- যা থেকে নিউমোনিয়ার মতো গুরুতর রোগ সৃষ্টি এমনকী মৃত্যুরও কারণ হতে পারে।
চীনের ‘উহান ভাইরাস’ আতঙ্কে বাংলাদেশ
0
Share.