রবিবার, নভেম্বর ২৪

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত-৬৫

0

ডেস্ক রিপোর্ট: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬৫ নিহত হয়েছেন। চীনা সংবাদমাধ্যম জানায়, গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১টায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটর গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে’। পাশাপাশি কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাছাকাছি প্রাদেশিক রাজধানী চেংদু এবং মেগাসিটি চংকিং-এ কম্পন অনুভূত হয়েছে বলে সেখানকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিজিটিএন জানিয়েছে, ‘আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে। ৫০০ টির বেশি উদ্ধারকর্মীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে।’ ইউএসজিএস অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পূর্ব তিব্বতে ৪.৬ মাত্রার ছোট কম্পন আঘাত হেনেছে। দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিকম্প প্রায় স্বাভাবিক ঘটনাই বলা চলে। এই অঞ্চলগুলোতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে ৮ মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল এবং প্রচুর ক্ষতি হয়েছিল। চলতি বছরের জুন মাসে দক্ষিণ-পশ্চিম চীনে দুটি ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

Share.