চীনে এবার ‘নিপাহ ভাইরাসকে’ ঘিরে নতুন আতঙ্ক

0

ডেস্ক রিপোর্ট:  চীনে করোনাভাইরাসের পর এবার নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। আতঙ্কের বিষয় হচ্ছে চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যুর হার শতকরা ৭৫ ভাগ পর্যন্ত। অ্যাকসেস টু মেডিসিন ফাউন্ডেশন এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার ধাক্কাই এখনও সামলাতে পারেনি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এমতাবস্থায় এটি পরবর্তী বড় মহামারি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।নেদারল্যান্ডস ভিত্তিক অ্যাকসেস টু মেডিসিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জয়শ্রী কে আইয়ারের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিপাহ ভাইরাস হলো আরেকটি উদীয়মান সংক্রামক রোগ যা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো মুহূর্তে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটতে পারে। পরবর্তী এই মহামারিটির ক্ষেত্রে ওষুধ হয়তো কার্যকারি হবে না।এই ভাইরাসটি বিরল এবং ফ্রুট বাদুড়ের মাধ্যমে এটা ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে ফ্লুর মতো লক্ষণ দেখা দেয় এবং মস্তিষ্কের ক্ষতি করে এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে, এটি এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ ঘটাতে পারে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক চিকিত্সা হচ্ছে সাপোর্টিভ কেয়ার।এর আগে ২০১৮ সালে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। তখন ১৭ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণ হচ্ছে খেজুর রস পান।

Share.