চীনে কয়লা খনিতে আগুন লেগে নিহত- ১৬

0

ডেস্ক রিপোর্ট: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) গুইঝো প্রদেশের পাংগুয়ানের শানজিয়াওশু কয়লা খনিতে এ আগুনের ঘটনা ঘটে। পানঝো সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, কনভেয়র বেল্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ সময় খনিতে ১৬ জন আটকা পড়েন। রাজধানী বেইজিং থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে খনিটি অবস্থিত। কিন্তু প্রাথমিক যাচাইয়ের পর নিহত ১৬ জনকে শনাক্ত করার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি। চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশ। বায়ু ও সৌর শক্তির ব্যাপক প্রসার সত্ত্বেও দেশটি বিদ্যুতের জন্য কয়লার ওপর অনেকাংশে নির্ভর করে। চীন কয়লা খনি শ্রমিকদের নিরাপত্তায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যেই এ ধরনের ঘটনা ঘটলো।

Share.