বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

চীনে গ্যাস রফতানি করবে কাতার

0

ডেস্ক রিপোর্ট: কাতারের রাষ্ট্রীয় কোম্পানি কাতার পেট্রোলিয়াম (কিউপি) চীনের ওয়ানহুয়া ক্যামিকেল গ্রুপের সঙ্গে গ্যাস রফতানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, আগামী দশ বছরে কাতার চীনা কোম্পানির কাছে ৮ লাখ মেট্রিক টন লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিপিজ) রফতানি করবে। বুধবার কিউপি’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর কোম্পানির ঘোষণার বরাতে জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর শুরু হবে এবং বহাল থাকলে পরবর্তী দশ বছর। কাতারের জ্বালানিমন্ত্রী ও কিউপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ শেরিদা আল-কাবি বলেছেন, এই চুক্তিটি তাদের কোম্পানি আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের আলোকে স্বাক্ষরিত হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, চীনের এলপিজি বাজার দ্রুতই বাড়ছে এবং তা কাতারের জ্বালানি রফতানি বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। জ্বালানিমন্ত্রী বলেন, চীনের জ্বালানির বাজারে আমরা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাই। ওয়ানহুয়া বিশ্বের বৃহত্তম এলপিজি আমদানিকারকদের অন্যতম। বৈশ্বিক এলপিজি বাজারে কোম্পানিটি নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে।

Share.