শনিবার, ডিসেম্বর ২৮

চীনে মহামারি ভাইরাসে মৃত্যু হলো আরও একজনের

0

ডেস্ক রিপোর্ট: চীনের উহান শহরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু ঘটেছে। একটি অজানা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে চীনে। উহানের স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি মূত্রাশয়-সম্বন্ধীয় অস্বাভাবিকতা ও একাধিক অঙ্গে গুরুতর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত ১৫ জানুয়ারি শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। নিউমোনিয়া সংশ্লিষ্ট নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চীনে কমপক্ষে ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে উহানে প্রথমবার ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। জানা যায় যে, সামুদ্রিক খাবারের এক বাজার থেকে এই রোগ ছড়িয়েছে। গত ১ জানুয়ারি এ কারণে ওই বাজার বন্ধ করে দেওয়া হয়।

Share.