ডেস্ক রিপোর্ট: চীনের উত্তর-পশ্চিম নিংশিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় এলপি গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। গতকাল বুধবার নিংশিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে রেস্তোরাঁর একটি এলপি গ্যাসের ট্যাঙ্ক লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ও ভাঙা কাচের আঘাতে আহত হয়ে সাতজন চিকিৎসাধীন বলে জানিয়েছে সিনহুয়া। এদিকে, এ ঘটনার পর পর আহতদের চিকিৎসার জন্য সবকিছু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে প্রধান প্রধান শিল্পকারখানায় নিরাপত্তা তদারকি জোরদারের কথাও জানিয়েছেন তিনি। চীনে গ্যাস ও রাসায়নিকজনিত বিস্ফোরণের কারণে বড় ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই দেশটিতে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যদিও চীনা কর্তৃপক্ষ বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা উন্নতির চেষ্টা করে যাচ্ছে। ২০১৫ সালে তিয়ানজিন শহরে সিরিজ বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়েছিল।
চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩১
0
Share.