বুধবার, জানুয়ারী ২২

চীনে ৫ দশমিক ৪ মাত্রার এবং ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0

ডেস্ক রিপোর্ট:  চীনে ৫ দশমিক ৪ মাত্রার এবং ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার এবং দুপুর ২টা ৪৮মিনিটে চীনে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চীনের কিংহাই প্রদেশে আঘাতহানা ভূকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, দেশটিতে আঘাতহানা ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮ মাত্রার।চীন ও ইন্দোনেশিয়ায় অনুভূত ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে, ইন্দোনেশিয়ার মোলাক্কাস দ্বীপপুঞ্জের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-প্রকৌশল সংস্থা বিএমকেজি।তবে ইউএসজিএস বলছে, ইন্দোনেশিয়ায় অনুভূত ভূকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এটির উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Share.