বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

চীন-পাকিস্তানের জেএফ-সেভেনটিন ‘পাকবাহিনীর মেরুদণ্ড’

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স- কামরা দুই আসন বিশিষ্ট আটটি যুদ্ধবিমান জেএফ-সেভেনটিন উন্মোচন করেছে। এ বিমানটিকে বিমান বাহিনীর মেরুদণ্ড বলেও মনে করে পাকিস্তান‌‌। গতকাল (শুক্রবার) বিমান উন্মোচন উপলক্ষে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান। উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ জিং এবং চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হাউঝাউ পিং। চীনের সহযোগিতায় পাকিস্তানের বিমান বাহিনী জেএফ-সেভেনটিন যুদ্ধবিমান তৈরি করছে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত দু দেশের সময়োউত্তীর্ণ বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, পাক-চীন বন্ধুত্ব এবং সহযোগিতার বড় প্রমাণ হচ্ছে এই জেএফ-সেভেনটিন বিমান প্রকল্প। অনুষ্ঠানে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান মাত্র পাঁচ মাসে আটটি দুই আসন বিশিষ্ট জেএফ-সেভেনটিন বিমান তৈরির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিমানটি পাকিস্তান‌‌ বিমান বাহিনীর মেরুদণ্ড।

Share.