চীন-রাশিয়ার সম্পর্ক ইতিহাসের নতুন উচ্চতায়: শি জিনপিং

0

 ডেস্ক রিপোর্ট: চীন ও রাশিয়ার বর্তমান সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিপত্যবাদী রাজনৈতিক বিশ্বে আন্তর্জাতিক আইন সমুন্নত করতে নিজেদের মৈত্রীকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে চীন ও রাশিয়া। গতবুধবার ব্রাজিলে অনুষ্ঠিত পাঁচ জাতিগোষ্ঠীর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনের অবকাশে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে চীনের বর্তমান শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেন এবং উন্নয়নের জন্য এ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার গতি বাড়ানোর আহ্বান জানান শি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মৌলিক গুরুত্বপূর্ণ নীতিমালা উচ্চে তুলে ধরা, একাধিপত্যবাদ ও বলদর্পিতার বিরোধিতা করার জন্য মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং যৌথভাবে একটি সুষ্ঠু ও সুন্দর আন্তর্জাতিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। শি জিনপিং বলেন, ‘নতুন একটি অধ্যায়ের জন্য আমরা যৌথভাবে চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা করব।’ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক এবং বাইরের কোনো শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন দু’দেশের সম্পর্ক গভীর বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগিতা, পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেন, বৈশ্বিক কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিন্ন ও ঐকমত্য পোষণ করে।

Share.