বুধবার, জানুয়ারী ২২

চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

0

বাংলাদেশ থেকে চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহ গ্রামের পাশ দিয়ে রেললাইনে ফেলে রাখা হয়। রেলওয়ে পুলিশ আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত শিলা খাতুন আলমডাঙ্গা ‍উপজেলার বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের একমাত্র মেয়ে এবং একই উপজেলার রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী রাসেল একমাত্র সন্তান দেড়বছর বয়সী রায়হানকে নিয়ে আত্মগোপনে চলে গেছে। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই ) মাসুদ রানা জানান, সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কন্ট্রোল থেকে খবর পান। এরপর ঘটনাস্থলে এসে শিলা খাতুনের মরদেহ উদ্ধার করেন। নিহতের মাথা, ঘাড় ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share.