বুধবার, জানুয়ারী ২২

চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

0

বাংলাদেশ থেকে চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি একটি পানবরজের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ৩০-৪০ এর মধ্যে হবে। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। মুখমন্ডলসহ শরীরের অধিকাংশই পঁচে-গলে গেছে। পুলিশ ওই নারীর নাম পরিচয় সনাক্ত করতে পারেনি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সদর উপজেলা হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি একটি পান-বরজের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১০-১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ পঁচে -গলে গেছে। লেগেছে পোকা। নারীটির নাম পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share.