চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

0

বাংলাদেশ থেকে চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পাচারকারীদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন চার পাচারকারীকে রেলস্টেশন থেকে আটকের চেষ্টা করলে এক পাচারকারী পালিয়ে যায়। বাকি তিন পাচারকারীকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার হয়। আটক স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। বিজিবি পরিচালক আরও জানান, আটক আসামিদেরকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

Share.