বুধবার, জানুয়ারী ২২

চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর দাফন সম্পন্ন

0

বিশেষ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নম্বর মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার (১০ অক্টোবর) সকাল সোয়া ১০টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সুফিয়ানুল করিম চৌধুরী দীর্ঘ দিন থেকে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি ভারতেও চিকিৎসা নিয়েছেন। রোববার (০৯ অক্টোবর) রাতে তার শারীরিক অবস্থার অবনিত হলে নগরের একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। সোমবার রাত সাড়ে ৮ টায় হাঁটুভাঙ্গা মাঠে তার  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থতি ছিলেন সিলেটের সিটি মেয়র, স্থানীয় এমপি, উপজেলার চেয়ারম্যান, সিলেট বিভাগের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সময় নিউজ 24 ডটকম এর পরিবারের পক্ষ থেকে প্রকাশক ও প্রধান সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরী, ইংল্যান্ড থেকে প্রকাশিত সময় নিউজ 24 ডটনেট এর পরিবারের পক্ষ থেকে প্রকাশক ও সম্পাদক গাজী হুসনে আরা চৌধুরী, ইংল্যান্ড থেকে প্রচারিত অনলাই চ্যানেল লালসবুজ ডটটিভি-র পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন চেয়ারম্যান সাইরা চৌধুরী প্রমুখ।

Share.