বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষস্থান সুসংহত করলো লিভারপুল

0

স্পোর্টস ডেস্ক: মৌসুমে দুরন্ত গতিতে ছুটছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি রেডদের সামনে। সিটি হেরে গেছে ৩-১ গোলে। অ্যানফিল্ডে শুরুর ৬ মিনিটেই সিটির জাল কাঁপিয়ে দেয় তারা। গোল করেন ব্রাজিলিয়ান ফাবিনহো। ব্যবধান বাড়াতে পরে পেনাল্টি আবেদন করলেও তাতে সফল হতে পারেনি লিভারপুল। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি বাতিল করে দেন তা। কিছুক্ষণ পর প্রতি আক্রমণে যায় ম্যানসিটিও। অবশ্য ভাগ্য সহায় হয়নি তখন। রাহিম স্টারলিং কাছাকাছি থেকে হেড করলেও লক্ষ্য বরাবর থাকেনি তার শট। ১৩ মিনিটে বরং ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। বাম প্রান্ত থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ম্যানসিটির মৌসুমের তৃতীয় হার নিশ্চিত হয়ে যায় দ্বিতীয়ার্ধেই। বিরতির ৬ মিনিট পর জর্ডান হেন্ডারসনের ক্রস থেকে মাথা ছুঁইয়ে তৃতীয় গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন সাদিও মানে। ৭৮ মিনিটে বেরনার্ডো সিলভার গোল ম্যানসিটির হারের ব্যবধান কমায় মাত্র। এই জয়ের পর শীর্ষস্থান আরও সুসংহত করেছে লিভারপুল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিস্টার সিটি। ব্যবধান আট পয়েন্টের। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি। সিটির হারের দিনে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইডেট জয় নিয়ে মাঠ ছেড়েছে অনায়াসে। ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে। এই জয়ের পর টেবিলের মাঝামাঝি অবস্থানে এখন ম্যানইউ। তিন গোলের মাঝে ম্যানইউর হয়ে দুটি গোল করেন আন্দ্রিয়াস পেরেইরা ও মার্কাস র‌্যাশফোর্ড। ১৭ মিনিটে পেরেইরার প্রথম গোলের পর দ্বিতীয় গোলটি আসে ব্রাইটনের আত্মঘাতী গোলে। ৬৪ মিনিটে একটি গোল শোধ দেয় ব্রাইটন। দুই মিনিট পর ম্যানইউ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড গোল করলে ম্যাচে আর ফিরতে পারেনি তারা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ম্যানইউর।

Share.