চ্যাম্পিয়নস লিগ : শুরুতেই নেইমারদের পরীক্ষা

0

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোর লড়াই শেষ। এবার শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৬৫তম আসরের কোয়ার্টার ফাইনাল। আজ বুধবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই আতালান্তার মুখোমুখি হবে প্যারিসের ক্লাব পিএসজি। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। সূচি অনুযায়ী পর্তুগালে চার দিনের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল শেষ করবে উয়েফা। এবারই প্রথম এক লেগের ম্যাচ দিয়ে শেষ আটের লড়াইয়ের নিষ্পত্তি করা হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পিএসজি। ম্যাচটিতে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে ঘোর সংশয় আছে। শেষ পর্যন্ত ফরাসি তারকা না ফিরলে নেইমারেই ভরসা রাখতে হবে ক্লাবটিকে।গত দুই মৌসুমে ইনজুরির কারণে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নেইমার। সাইডলাইনে বসে দেখতে হয়েছে সতীর্থদের লড়াই। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দায়িত্ব নিতে হবে ব্রাজিল তারকাকে।  গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নেইমার বলেন, ‘এই তিন বছরে পিএসজিতে আমি অনেক কিছু শিখেছি। ভালো মুহূর্তের মধ্যে দিয়ে যেমন গেছি, তেমনই দেখেছি কঠিন সব পর্ব। চোটের জন্য বাইরে বসে থাকতে হয়েছে। সতীর্থদের সাহায্যে আমি সেই কঠিন অধ্যায় থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি জীবনের সেরা ফর্মে আছি। আমাদের দল দুর্দান্ত খেলছে। যে কেউ আমাদের খেলা দেখলেই সেটা বুঝতে পারবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। তাই আমরা মরিয়া লড়াইয়ের জন্য। আমরা এখন সম্পূর্ণ দল।’লিগে ১৪ আগস্ট লিপজিগের প্রতিপক্ষ হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে এই ম্যাচটি নিয়ে যত সংকট সৃষ্টি হয়েছে। কারণ, অ্যাথলেটিকো মাদ্রিদ শিবিরে হানা দিয়েছে নভেল করোনাভাইরাস। ক্লাবটির দুজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ওই দুজন ফুটবলার না সাপোর্ট স্টাফ, তা  নিশ্চিত করে জানা যায়নি। চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য এ দুজনেরই পর্তুগালে উড়ে যাওয়ার কথা ছিল। করোনার খবরের পর ম্যাচটি পেছানোর গুঞ্জন ওঠে। কিন্তু সূচিতে কোনো পরিবর্তন আনেনি উয়েফা।এরপর ১৪ আগস্ট কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় লড়াইটি হবে বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের মধ্যে। শেষ পর্যন্ত এই দুদলের মধ্যেই চ্যাম্পিয়ন দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। কোয়ার্টার ফাইনাল লাইনআপের সবশেষ ম্যাচটি হবে ম্যানচেস্টার সিটি আর লিওঁর মধ্যে আগামী ১৬ আগস্ট।

Share.