চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগাবে পদ্মাসেতু নির্মাণের অভিজ্ঞতা : স্পিকার

0

ঢাকা অফিস: পদ্মাসেতু নির্মাণের অভিজ্ঞতা ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে পদ্মা সেতু নির্মাণকালের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্পাদিত ‘আমাদের অর্থে আমাদের পদ্মাসেতু’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্পিকার বলেন, এই সেতু নির্মাণ করতে গিয়ে কোন চাপের কাছে নতি স্বীকার না করে, দৃঢ়তার সাথে পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বইয়ের মাধ্যমে সেতু নির্মাণের অজানা অনেক বিষয় সবাইকে জানানো সম্ভব হবে। এই সেতু যোগাযোগ ও বাণিজ্যিক ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এখন সময় সুযোগগুলো কাজে লাগানোর। পদ্মা সেতুকে দেশের সক্ষমতার প্রতীক হিসেবে অভিহিত করেন স্পিকার।

Share.