বুধবার, ডিসেম্বর ২৫

‘ছপাক’কে ছাড়িয়ে গেল ‘তানাজি’

0

বিনোদন ডেস্ক: দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’কে ছাড়িয়ে গেছে অজয়-কাজল-সাইফের ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। ‘ছপাক’এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন হয়েছে ৪ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে প্রথম দিনেই ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ব্যবসা করেছে প্রায় ১৬ কোটি রুপি। ১০ জানুয়ারি একই সাথে মুক্তি পেয়েছে ছবি দুটি। ‘ছপাক’ ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দর্শকের মন কেড়েছেন দীপিকা। মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে দীপিকার বিপরীতে ছিলেন বিক্রান্ত মাসে। অন্যদিকে বিস্মৃত মারাঠা যোদ্ধা তানাজীর জীবন কাহিনি নিয়ে নির্মিত ‘তানাজি’ পৌঁছে দিয়েছে দেশপ্রেমের বার্তা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে টুইট করে জানিয়েছেন ‘তানাহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ই হতে চলেছে ২০২০ সালের প্রথম ১০০ কোটির ছবি।

Share.