ছবিঘরে আসছে পলিনের ‘এসো দুপুর’

0

বিনোদন ডেস্ক: আবারও রুচিশীল দর্শক ও শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন পলিন কাউসার। ‘এসো দুপুর’ শিরোনামের এই গানটিতে এবার কণ্ঠ দিয়েছেন এ সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসিন আহমেদ। যেটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। পলিনের কথা ও সুরে গানটি ঈদে মুক্তি পাচ্ছে তার নিজস্ব প্রয়োজন প্রতিষ্ঠান ছবিঘর ইউটিউব চ্যানেল থেকে। যথারীতি এই গানেরও চিত্রনাট্য ও মিউজিক ভিডিও পরিচালনার কাজ করেছেন পলিন নিজেই। ইতিমধ্যে গানের শুটিং শেষ। সেখানে মডেল হয়েছেন শ্রাবন্তি ও নিশো। বরাবরের মতো পলিনের এই গানটিও ভালো সাড়া ফেলবে বলে আশা করছেন তিনি। গানের কথা ও সুরে ভীষণ ভাবে যত্নশীল পলিন একের পর এক ভালো গান উপহার দিয়ে যাচ্ছেন, যা প্রশংসার দাবি রাখে। ‘এসো দুপুর’ সম্পর্কে পলিন বলেন, ‘এই প্রথম হিন্দি এবং বাংলা ফিউশনে গানের একটা এক্সপেরিমেন্টাল ডেমোগ্রাফি করার চেষ্টা করেছি। জানি না শ্রোতাদের কেমন লাগবে। আমি আগেও বলেছি, লিরিক ও টিউন প্ল্যান করাটা শুধুই একটা গানকে রিপ্রেজেন্ট করে না বরং এটি আমার কাছে পুরোপুরি বহুমাত্রিক একটি বিষয়।

Share.