ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে পুলিশের বাধা

0

ঢাকা অফিস: মাদারীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ বাধা দেয়া অভিযোগ উঠেছে। মাদারীপুর শহরের পুরানবাজারে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলি জাহান, যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা প্রমুখ। এসময় নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা বলেন, ‘আমরা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছিলাম। কিন্তু তাতে পুলিশ বাধা দিয়েছে।’

Share.