বুধবার, ডিসেম্বর ২৫

ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

0

ঢাকা অফিস:  জাতীয়তাবাদি দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দির ২য় বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে আজ ৯ ফেব্রয়ারী রবিবার দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিউল আলম রনি, মাহমুদুর রহমান রতন, শরিফুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল, খন্দকার আমির হামজা, আপেল মাহমুদ, শাওন ইসলাম, আরিফুল ইসলাম, নুর আলম, মনির হোসেন প্রমুখ। বক্তারা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Share.