বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

0

ঢাকা অফিস: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শুকদেবপুর এলাকার চৌরাস্তা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মজনুর রহমান মজনু বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, অভ্যন্তরীণ কোন্দল ও অর্থ ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তদন্তপূর্বক হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা হবে।

Share.