মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ছাত্রদের অবদান তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে: সালেহউদ্দিন আহমেদ

0

ঢাকা অফিস: জুলাই আন্দোলনে ছাত্রদের অবদান তরুণ প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে প্রেরণা যোগাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর পান্থপথে ওয়ার্ল্ড ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত একটি বিশেষ চিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। ‌‘Paint the Sky, Make It Yours’ শিরোনামের এই প্রদর্শনীতে তরুণ প্রজন্মের চোখে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প। চিত্রকর্মগুলোতে তুলে ধরা হয়েছে নারীর অধিকার, শিক্ষা সংস্কার, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং সমাজে অন্যায়ের প্রতি প্রশ্ন তোলার মতো বিষয়। প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Share.