মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত-১

0

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে মোঃ আবির (২২)নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিবেল তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।আহত আবির আজিমপুর সাফী আইডিয়াল স্কুলের এস এসসি পরীক্ষার্থী। আহতকে নিয়ে আসা সহপাঠী মোঃ মাইদুল ইসলাম জানান,আমরা ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে চকবাজার থেকে থানা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য ঢাবির কার্জন হলের সামনে দিয়ে আসার পথে হঠাৎ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।এতে আমাদের চকবাজার থানা ছাত্রলীগের কর্মী আবির লাঠির আঘাত ও ছুরিকাঘাতে আহত হয়, পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসধীন তার মাথায় ও বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। তিনি আরো জানান,বাসা চকবাজারে উর্দু রোড এলাকার আবিদ হোসেনের সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান।বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকা থেকে ছাত্রলীগের কর্মী আহত হয়ে এসেছে।জরুরিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে,কর্তব্যরত চিকিৎসক জানান মাথায় ও বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে তাকে আমরা অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Share.