ঢাকা অফিস: পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে থানা সূত্র। গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে মিরপুর-১০-এর আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতে রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকরামের পিতা ফারুক খান ২৫ আগস্ট ২০২৪ তারিখে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে মোসা. সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার
0
Share.