বুধবার, জানুয়ারী ২২

ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় যেন অর্থবহ হয়: নজরুল

0

ঢাকা অফিস: ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় যেন অর্থবহ হয় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দ্রুত সংস্কার করে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে হবে। আজ শনিবার ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে। এসময়, ছাত্র-জনতার বিপ্লবের যে আকাঙ্ক্ষা তা যেন অর্থবহ হয় সেদিকে নজর রেখে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান। এসময়, ছাত্র-জনতার আন্দোলনকে রোমান্টিক রেভুলেশন বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান।

Share.