শুক্রবার, ডিসেম্বর ২৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সৌদি প্রবাসী সহ তিনজন আহত

0

ঢাকা অফিস: রাজধানী ডেমরা স্টাফকোয়াটার ফ্লাইওভার ব্রিজের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সৌদি প্রবাসী সহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন (২৮) সৌদি প্রবাসী তার বোন মোছাঃ জান্নাত (২৩) ও বোনজামাতা আবু তাহের (৩৫) । বুধবার(১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। আহতের ভাই মাসুম জানান, আমার ভাই পাঁচ বছর সৌদি প্রবাসী ছিল, আজ ভোরে ঢাকায় আসে তাকে রিসিভ করার জন্য আমার বোন ও বোনজামাই এয়ারপোর্টে যায়। পরে আমার ভাইকে নিয়ে মাইক্রোবাস ভাড়া করে গ্রামের বাড়ি যাওয়ার পথে ডেমরা স্টাফ কোয়ার্টার ফ্লাইওভার ব্রিজের নিচে ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার তাদের মাইক্রো বাস গতিরোধ করে। পরে প্রাইভেটকার থেকে ৬-৭ জন নেমে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দেয়। মাইক্রোবাসে ঢুকে ধাড়ালো অস্ত্র কুপিয়ে তাদের কাছে থেকে সৌদি ১৮ হাজার রিয়াল ও তিন ভরি গোল্ড ও একটি মোবাইল নিয়ে চলে যান। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। পরে আমার বোনজমাতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, আমার ভাইয়ের বিয়ের জন্য সে বাংলাদেশে এসেছে। আমাদের গ্রামের বাড়ি, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সোদপুর গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আসছে। তাদের মধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে দুইজন জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Share.