ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাসি রোববার সতর্ক করে বলেছেন, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি। ছুটির ভ্রমণ শেষে করোনা দেশকে জটিল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফসি বলেন, এই উদ্বেগের কথা আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেয়ার করেছি। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ংকর হতে পারে। এদিকে বাইডেন বুধবার সতর্ক করে বলেছিলেন, জাতির অন্ধকার দিনগুলো আমাদের পেছনে নয়, সামনে রয়ে গেছে। চলতি বছর বড়দিন ও নতুন বছরের ছুটিতে ভ্রমণ কম হলেও তা উল্লেখযোগ্যভাবেই চলছে।গত মাসে থ্যাংকসগিভিং হলিডে শেষে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেছে। সংক্রমণের সংখ্যা দুই লাখ এবং দৈনিক মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে।এদিকে এ পর্যন্ত ২০ লাখ আমেরিকান টিকা পেয়েছে। বছরের শেষ নাগাদ দুই কোটি লোক টিকা পাবে- প্রশাসন এমন ঘোষণা দেয়। কিন্তু প্রকৃত সংখ্যা অনেক কম।এ প্রসঙ্গে ফসি বলেন, এপ্রিল নাগাদ অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেওয়ার কথা তারা সকলেই পেয়ে যাবেন বলে তিনি আস্থাশীল। এর মধ্য দিয়ে সাধারণ জনগণের টিকা পাওয়ার পথ উন্মুক্ত হবে।
ছুটির পর করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে : অ্যান্থনি ফসি
0
Share.