ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাসি রোববার সতর্ক করে বলেছেন, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি। ছুটির ভ্রমণ শেষে করোনা দেশকে জটিল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফসি বলেন, এই উদ্বেগের কথা আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেয়ার করেছি। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ংকর হতে পারে। এদিকে বাইডেন বুধবার সতর্ক করে বলেছিলেন, জাতির অন্ধকার দিনগুলো আমাদের পেছনে নয়, সামনে রয়ে গেছে। চলতি বছর বড়দিন ও নতুন বছরের ছুটিতে ভ্রমণ কম হলেও তা উল্লেখযোগ্যভাবেই চলছে।
ছুটির পর করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে : অ্যান্থনি ফসি
0
Share.