বিনোদন ডেস্ক: গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর তারপর থকে পুরো সময়টা চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে ছিলেন অভিনেত্রী। ছোট শিশুর নানা পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। শনিবার পর্যন্ত হাসপাতালে ছিলেন যশ। কথা ছিল রোববার দিনই বাড়ি ফিরবেন তিনি। কিন্তু তা হল না! এখনও ছেলে ঈশানকে নিয়ে হাসপাতালেই আছেন নুসরাত। ওই হাসপাতালে ডা: রাজীব আগরওয়ালের তত্ত্বাবধানে রয়েছেন নুসরাত ও তার ছেলে ঈশান। এখন মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন। তবে ছেলের দেখভাল সংক্রান্ত বিষয়গুলো শিখে নেওয়ার জন্য হাসপাতালে আরো দু’দিন থাকছেন অভিনেত্রী। এক মুহূর্ত ছেলেকে কাছছাড়া করছেন না। ডেলিভারির পরদিন থেকেই শুরু করে দিয়েছিলেন স্তন্যপান। ছেলের পেট ভরছে কি না, সে ঠিকমতো ঘুমোচ্ছে কি না- সব কিছুরই খেয়াল রাখছেন নিজে। জন্মের সময় ঈশানের ওজন ছিল প্রায় ২.৯ কেজি। বুধবার রাতে বালিগঞ্জের বাড়ি থেকে বান্ধবীকে নিজে ড্রাইভ করে পার্ক স্ট্রিটের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যশ। তারপর থেকে ছিলেন একসঙ্গে। এমনকী, ওটি-তেও নুসরাতের পাশে ছিলেন যশ। যশের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছেন ঈশান। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। নিজের পরিচয়েই তিনি ছেলেকে বড় করবেন, না পরবর্তীতে আবারো কারো সঙ্গে ঘর বাঁধবেন তা সময় বলবে।
ছেলের কারণে বাড়ি ফেরা হলো না নুসরাতের
0
Share.