মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ছেলে ছুরিকাঘাতে মালয়েশিয়া প্রবাসী বাবা গুরুতর আহত

0

ঢাকা অফিস: শ্যামপুর ধোলাইপাড় নিজ বাসায় ছেলে ছুরিকাঘাতে মালয়েশিয়া প্রবাসী মোঃ ইব্রাহিম খলিফা (৫৫)বাবা গুরুতর আহত। বুধবার (০১ মে) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। আহত ইব্রাহিম খলিফা জানান, আমার স্ত্রী মারা যাওয়ার কারণে রোজার মধ্যে বিদেশ থেকে আমি দেশে ফিরে আসি।আমার দুই ছেলে দুই মেয়ে এই কারণে আমি এখনো মালয়েশিয়া যায়নি। আজ দুপুরের দিকে আমি নিজ বাসার নিচে দাঁড়িয়ে ছিলাম তখন একটি মহিলা এসে আমাকে বলে আমার মেয়ে নাকি আপনার ছেলে বাসায় নিয়ে আসছে। এর উত্তরে তিনি বলেন আমি এই বিষয়ে কিছু জানিনা,চলেন রুমে গিয়ে দেখি আপনার মেয়ে আছে কিনা।পরে রুমে গিয়ে দেখি সে ওই মেয়েকে নিয়ে বসে আছে আমি তখন আমার ছেলেকে বলি মেয়েকে তার মায়ের হাতে তুলে দিয়ে তুমি বাসা থেকে বের হয়ে যাও।পরে কথা কাটাকাটির একপর্যায়ে আমার ছেলে ধারালো অস্ত্র দিয়ে আমার ডানহাতে ও পিঠে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় আমার ভাড়াটিয়া পেয়ারা বেগম উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকার আকবর হোসেন খলিফার সন্তান। বর্তমানে শ্যামপুরের পশ্চিম ধোলাইপার ৭৮ নাম্বার নিজ বাসায় থাকি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকা থেকে একব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে তার পিঠে ও হাতে ছুরিকাঘাত হয়েছে,জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।আমরাবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

Share.