রবিবার, নভেম্বর ২৪

ছয় মাসের পেনশন দান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

0

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩৭ জন। এদিন সেখানে মারা গেছেন অন্তত ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিকে ভারতের এ অন্তিম মুহূর্তে হাঠাৎ করেই দেখা দিলেন বুদ্ধবাবু। অনেকদিন ধরেই শারীরিক অসুবিধার জন্যে তাকে বাইরে দেখা যায়নি। কিছুদিন আগে শরীরের অবনতির জন্যে তাকে হাঁসপাতালেও ভর্তি করা হয়। তার কিছুদিন পরেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। নিজের শরীর খারাপ থাকলেও রাজ্যের ভালোমন্দ সবদিকেই নজর ছিল তার। বাড়ি বসেই করোনার রাজ্যে প্রকোপের নজর ছিল তার। তিনি করোনা মোকাবেলায় দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য নিজের ছয় মাসের পেনশন দান করলেন। এ ব্যাপারে বুদ্ধবাবুর পরিবার প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

Share.