ঢাকা অফিস: পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার শুরু হয়েছে ভারত থেকে চাল আমদানি। গত ১২ জানুয়ারি চালের আমদানি এইচ এস কোড (হারমোনাইসড সিস্টেম) নিয়ে সৃষ্ট জটিলতা দেখা দেওয়ায় চাল আমদানি বন্ধ হয়ে যায়। সেই জটিলতার সমাধান হওয়ায় আজ বেলা ১২টা থেকে চালবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে আসা শুরু করে।বন্দরের আমদানিকারকেরা জানান, সরকারের অনুমোদন নিয়ে গত ৯ জানুয়ারি থেকে ১০০৬.২০-০০ এই এইচএস কোড ব্যবহার করে ভারত থেকে চাল আমদানি করা হচ্ছিল। কিন্তু গত ১২ জানুয়ারি ভারতের চাল রপ্তানিকারকরা আগের এইচএস কোডের পরিবর্তে ১০০৬.৩০.৯০ এই এইচএস কোড ছাড়া বাংলাদেশে চাল রপ্তানি করবে না বলে জানান। এর ফলে গত ১৩ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেলে ভারতীয় ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় সেখানে আটকে পড়ে।আমদানিকারকরা আরো জানান, গতকাল রাতে মন্ত্রণালয় এইচ এস কোড পরিবর্তন করে দেওয়ায় এর সমাধান হয়েছে। ফলে আজ দুপুর ১২টা থেকে আবারও ভারত থেকে দেশে চাল আমদানি শুরু হয়েছে।
জটিলতা কাটিয়ে ফের চাল আমদানি শুরু
0
Share.