শুক্রবার, ডিসেম্বর ২৭

জনগণকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন বর্জন করবে: ফারুক

0

ঢাকা অফিস: গণসংযোগে বিএনপি জনগণের বিপুল সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। বিএনপির এই নেতা বলেন, ১ তারিখ থেকে জনগণকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন বর্জন করবে। এদিন বিএনপির ভোট বর্জনে তৃতীয় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণের প্রথম দিনের সকালে তোপখানা রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে একথা বলেন তিনি। এছাড়া পল্টন এলাকায় গণসংযোগ করে ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চসহ একদফা আন্দোলনে থাকা অন্যান্য দল। প্রেসক্লাবের সামনে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। এসময় সরকারি দলের পক্ষ থেকে সহিংসতা করে বিরোধী দলের উপর চাপানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারা। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ মঞ্চের নেতারা বক্তব্য রাখেন।

Share.