বুধবার, ডিসেম্বর ২৫

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা আর নেই

0

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন। তার বাবার নাম সৈয়দ ফজলুল করিম। বৃহস্পতিবার (২৩ মে) অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা মিমির বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর মিমির বাসস্থান উত্তরা ১৪ নম্বর সেক্টরে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু। ’ সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি সুবর্ণা মুস্তাফা। তবে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য মিমির বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন অভিনেত্রী। আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মিমি ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে (বকুল চরিত্রে) অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার পর থেকে বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতী (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পারে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।

Share.