মঙ্গলবার, ডিসেম্বর ২৪

জনসনের জয়ে মোদীর শুভেচ্ছা

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। জনসনকে অভিনন্দন জানিয়ে দেওয়া টুইটার বার্তায় মোদী বলেন, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয় লাভ করায় বরিস জনসনকে অভিনন্দন। আমি তার সফলতা কামনা করছি। আশা করি, ভারত ও যুক্তরাজ্য এক হয়ে কাজ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৬৪২টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩৫৮টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২০টি আসন। এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪৩ শতাংশেরও বেশি ভোট। অন্যদিকে, প্রধান বিরোধীদল লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন। এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৪৮টি আসন এবং অন্য আরও তিনটি দল ৩৩টি আসন। এদিকে এবারের নির্বাচনে লেবার পার্টির হয়ে জয় লাভ করেছেন চার বাংলাদেশি নারীও।

Share.